ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মসজিদের বিস্ফোরণ: তিতাসের প্রকৌশলীসহ ৮ জন গ্রেপ্তার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২০
মসজিদের বিস্ফোরণ: তিতাসের প্রকৌশলীসহ ৮ জন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের প্রকৌশলীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর)  সকালে তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক জিসান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তার ব‌্যক্তিরা হলেন— তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

উল্লেখ‌্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ‌্যে ৩২ জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চারজন। দগ্ধ একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়