ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রতিবন্ধী শিশু চুরি করে ভিক্ষাবৃত্তির অভিযোগে নারী আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৯:৪৭, ২১ সেপ্টেম্বর ২০২০
প্রতিবন্ধী শিশু চুরি করে ভিক্ষাবৃত্তির অভিযোগে নারী আটক

শিশু চুরি করে ভিক্ষাবৃত্তির অভিযোগে মিনাকে গ্রেপ্তার করা হয়

প্রতিবন্ধী শিশু চুরি করে তাকে দিকে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগে মিনা (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতির মসজিদসংলগ্ন এলাকা থেকে ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক এইচএম মাসুম এ তথ‌্য জানান।

মিনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাছিরনগর থানার জেডানগরে। তার স্বামীর নাম সিরাজ মিয়া। 

মিনাকে পুলিশে দেওয়ার পের শারমিন আক্তার হ্যাপি নামে এক আইনজীবী কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী ছগির হোসেন ঢাকা আইনজীবী সমিতি সংলগ্ন মসজিদের সামনে হুইল চেয়ারে কান্নারত অবস্থায় আনুমানিক দেড় বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে দেখতে পান। তিনি ওই শিশুকে কিছু টাকা দেন। এপর তার মা-বাবার খোঁজ করেন। তখন মিনা শিশুটির মা পরিচয় দিয়ে সামনের দিকে এগিয়ে আসেন। তবে বিষয়টি আইনজীবীর কাছে সন্দেহজনক মনে হয়। তিনি মিনাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। এ সময় আরও কয়েকজন আইনজীবী এগিয়ে আসেন। তখন এই নারী অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই নারী স্বীকার করেন যে আলমগীর নামে এক ব্যক্তি ভিক্ষাবৃত্তির জন্য তাকে শিশুটিকে দিয়েছে।

এজাহারে আরও বলা হয়, এই নারী সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। এই চক্রের সদস‌্যরা শিশু চুরি করে এনে তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধমূলক কাজ করায়। 

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়