RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ৩০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৫ ১৪২৭ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪২

অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১১:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২০
অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি: আইনমন্ত্রী

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ফটো)

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানান, অ্যাটর্নি জেনারেলের ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নয়। 

অ্যাটর্নি জেনারেলের জন্য দোয়াও চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

অ্যাটর্নি জেনারেলের পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। সোমবার সকাল থেকে তার ফুসফুস ঠিকমতো কাজ করছে না।

গতকাল অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে ‘করোনা নেগেটিভ’ এসেছে।

প্রসঙ্গত, জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। 

১৯ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ঢাকা/মেহেদী/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়