ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টিকটকার অপুর বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২০
টিকটকার অপুর বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১ নভেম্বর

পথচারীকে হত্যা চেষ্টার মামলায় টিকটকার ইয়াছিন আরাফাত অপুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১ নভেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।  কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মিল্লাত হোসেন প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

জানা যায়, গত ২ আগস্ট উত্তরায় রাস্তা আটকিয়ে টিকটক ভিডিও করছিলেন অপু ও তার দল। এ সময় পথচারী প্রকৌশলী মেহেদি হাসান রবিন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তোলে। এ ঘটনায় পরদিন মামলা করেন রবিন।

গত ৩ আগস্ট সন্ধ্যার পর অপু ভাইকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  পরে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  ১৭ আগস্ট জামিন পান অপু।

মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়