ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে ব্যবস্থা জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:০৪, ২৩ সেপ্টেম্বর ২০২০
চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে ব্যবস্থা জানতে চান হাইকোর্ট

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

একটি রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে রিট আবেদনটি শুনানির জন্য এক মাস মুলতবি রেখেছেন আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকরাম উদ্দিন চৌধুরী।

এর আগে গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহ, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের বিভাগীয় পরিচালকের কার্যালয়ে অভিযোগ দেন।  চট্টগ্রাম ওয়াসার গ্রাহক মো. হাসান আলী এ অভিযোগ করেন।  পরে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় ২০ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন মো. হাসান আলী।

মেহেদী/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়