ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভার্চুয়াল আপিল বিভাগে নিষ্পত্তি ৪০৭৩ মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২৬ সেপ্টেম্বর ২০২০  
ভার্চুয়াল আপিল বিভাগে নিষ্পত্তি ৪০৭৩ মামলা

করোনা পরিস্থিতির কারণে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল আপিল বিভাগে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এখন আপিল বিভাগে বিচারাধীন আছে ১৫ হাজার ৪৬০ টি মামলা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সাইফুর রহমান বলেন, শারিরিক উপস্থিতি ছাড়া তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে গত ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগে ৪ হাজার ৭৩ টি মামলা নিষ্পত্তি হয়। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হাজার ৪৬০টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবীরা নিজ নিজ বাসায়,চেম্বারে অবস্থান করে খুব সহজে ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের শুনানিতে অংশ নিচ্ছেন।  আপিল বিভাগের বিচারপতিদের কর্ম উদ্যোমে এবং তাদের আন্তরিক প্রচেষ্টায় ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের চলমান বিচার কার্যক্রম বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করেছে।

মেহেদী/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়