ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই ও বিকাশ প্রতারণায় আটক ১৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২০
এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই ও বিকাশ প্রতারণায় আটক ১৩

শেরেবাংলা নগর এলাকায় বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জন ও বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।

ওয়ালিদ হোসেন বলেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)  দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা পেশাদার ছিনতাইকারী। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, ‘১২ সেপ্টেম্বর শেরে বাংলা নগর বৌ-বাজার এলাকায় সাদা পোশাকে আসা ৪ জন বিকাশ এজেন্টকে কুপিয়ে আহত করে। পরে তার সঙ্গে থাকা ৮ লাখ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে মো. শাহিন, মো. সোহেল, মো. মুন্না ও মো. হায়দারকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তারদের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘বিকাশের টাকা ডাকাতচক্রের প্রধান শাহিন ও অন্যরা কোনো ব্যক্তি বা দোকানকে টার্গেট করে। পরে তারা রেকি করে। এরপর ওই ব্যক্তির দোকান বন্ধ বা একা হলে হামলা চালায়। এরইমধ্যে তারা বছিলা, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, আশুলিয়াসহ বিভিন্নস্থানে একই ধরনের কাজ করেছে।’

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়