ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৮:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০২০
চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

চাঁদাবাজির মামলায় সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ওরফে সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাউদ্দিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষে মাসুদ খান খোকন জামিন চেয়ে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত অধিকতর জামিন শুনানি জন্য বৃহস্পতিবার (০১ অক্টোবর) দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিরুলিয়া এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, রাজধানীর শান্তিনগরের আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় একটি বাড়ি নির্মাণ করছেন। বাড়িটির চার তলার কাজ চলমান। ওই বাড়ির নির্মাণকাজ শুরুর পর থেকেই চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাইদুর রহমান তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

মঙ্গলবারও দলবল নিয়ে চেয়ারম্যান ওই বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় নানা ভয়ভীতির মুখে আশরাফুল এক লাখ টাকা দিতে বাধ্য হন। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন।

ঢাকা/মামুন/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়