ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০২০  
আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে (৩০ সেপ্টেম্বর) র‌্যাব-২ এ তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন- মো. সানোয়ার আলম ওরফে সানোয়ার ওরফে সানাউর রহমান, মো. শাহ আলম এবং মো. এনামুল হক।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জ থানার আটি বাজার এলাকা থেকে আনসার-আল ইসলামের শীর্ষ সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গত ১০ সেপ্টেম্বর দারুস সালাম থানা এলাকা থেকে ৪ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বরাতে র‌্যাব জানায়, দুই মাস আগে বাড়ি থেকে বের হয় তারা।  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধঘোষিত উগ্র ইসলামী জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজেদের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে নিয়োজিত ছিল। তাদের সঙ্গে থাকা ইলেক্ট্রনিক গেজেট থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।

ঢাকা/মাকসুদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়