ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভার্চুয়াল কোর্ট পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ১০:৩৫, ৪ অক্টোবর ২০২০
ভার্চুয়াল কোর্ট পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

ভার্চুয়াল কোর্ট পরিচালনা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এমডিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এই আদেশ দেন।

আপিল বিভাগ সূত্র জানায়, বিদ্যুৱবিভ্রাটের কারণে গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) ভার্চুয়াল আদালত পরিচালনা করতে সমস্যা হয়েছিল। এই প্রেক্ষাপটে আপিল বিভাগ ডিপিডিসির এমডিকে তলব করেছিলেন। আজ তার উপস্থিতিতে  নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেন আপিল বিভাগ।

ঢাকা/মেহেদী/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়