ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ন্যায়বিচার নিশ্চিতে সুপ্রিম কোর্ট বদ্ধপরিকর: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:৫৮, ১৯ অক্টোবর ২০২০
ন্যায়বিচার নিশ্চিতে সুপ্রিম কোর্ট বদ্ধপরিকর: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচারপ্রার্থী জনগণের বিচারে প্রবেশাধিকারসহ ন্যায়বিচার নিশ্চিত করা ও বিচার প্রক্রিয়ায় সর্বস্তরে স্বচ্ছতা আনতে সুপ্রিম কোর্ট বদ্ধপরিকর।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ভিডিও কনফারেন্সে সুপ্রিম কোর্টের ‘কজলিস্ট অ্যাপস’ উদ্বোনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, এ অ্যাপসটির মাধ্যমে বিচারপ্রার্থী সাধারণ জনগণ ঢাকায় না এসে তার মামলা সার্চ করে হালনাগাদ এবং ফলসহ সর্বশেষ তথ্যাদি তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। এতে সুপ্রিমকোর্টে বিচার কাজ আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

প্রধান বিচারপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ অ্যাপসটি ব্যবহার করে বিচারপতিরা, বিজ্ঞ আইনজীবীরা, আদালতের কর্মকর্তা-কর্মচারীরা, সাধারণ ব্যবহারকারীরা এবং বিচারপ্রার্থী জনগণ সহজে অনলাইনে সুপ্রিমকোর্টের কার্য তালিকা ও মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। 

তথ্য প্রযুক্তির বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা অর্জনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, ভিশন-২০২১ বাস্তবায়নই ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশে গণতন্ত্র, মানবাধিকার রক্ষার পাশাপাশি মানুষের দৌরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে জীবন ধারার মান উন্নত করা। বিচারপ্রার্থী জনগণের দৌরগোড়ায় তথ্য এবং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সুপ্রিমকোর্ট অনেক দূর এগিয়েছে। বর্তমানে আপিল বিভাগে দুটি বেঞ্চ, চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগের ১৯ দ্বৈত বেঞ্চ এবং ১৪ একক বেঞ্চ ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনা করা হচ্ছে। কিশোরগঞ্জের নদী-হাওর অঞ্চল এবং বিদেশে অবস্থান করেও বিজ্ঞ আইনজীবীরা ভার্চুয়াল পদ্ধতিতে শুনানিতে অংশগ্রহণ করছেন।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, এ অ্যাপস যিনি তৈরি করেছেন তাকে ধন্যবাদ জানাই। সম্পূর্ণ বাংলদেশি প্রযুক্তি ভর করে এটা তৈরি করেছেন। এটা আমাদের এক বিরাট সাফল্য। আজকের এ আয়োজন প্রমাণ করে বিচার বিভাগও পিছিয়ে নাই।জনগণের কাছে বিচার ব্যবস্থার তথ্য পৌঁছে দেওয়ার প্রচেষ্টা হিসেবে আজকে যে অ্যাপস উদ্বোধন করা হলো সেটা একটা বিরল দৃষ্টান্ত। এর সাফল্য বিচার বিভাগের সাফল্যকে তরান্বিত করবে।

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, আজকে সুপ্রিমকোর্টের একটি বিশেষ দিন। ডিজিটাল বাংলাদেশে আমরা আরও একধাপ এগিয়ে গেলাম। এ অ্যাপসটি ব্যবহার করে বিচারপ্রার্থী জনগণের দৌরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ হলো। সাধারণ মানুষ তাদের মামলা সংক্রান্ত যে কোনো তথ্য এখান থেকে পাবেন। 

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের সঞ্চলনায় অনুষ্ঠানে সুপ্রিমকোর্টে উভয় বিভাগের বিচারপতিরা, আইনজীবী সমিতির সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

ঢাকা/মেহেদী/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়