ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এসআই আকবর পালানোর ঘটনায় তদন্ত কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৯ অক্টোবর ২০২০   আপডেট: ২৩:৪৫, ১৯ অক্টোবর ২০২০
এসআই আকবর পালানোর ঘটনায় তদন্ত কমিটি

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালিয়ে রায়হান নামের যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরকে কারা পালাতে সহায়তা করেছে, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

সোহেল রানা বলেন, পুলিশ সদর দপ্তরের একজন সহকারী মহাপরিদর্শককে (এআইজি) এই কমিটির প্রধান করা হয়েছে। তার নেতৃত্বের আরও ২ জন কর্মকর্তা এই ঘটনা অনুসন্ধান করে দেখবেন।

গত ১১ অক্টোবর ভোরে মৃত্যু হয় স্বাস্থ্যকর্মী রায়হান আহমদের (৩৪)। নির্যাতনেই তার মৃত্যু হয়েছে দাবি করেছে তার পরিবার। ওইদিন রাতে সিলেট কোতোয়ালি থানায় রায়হানের স্ত্রী তানিয়া আক্তার তান্নি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় বন্দরবাজার ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে তার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ করেন তিনি। এরপর থেকেই এসআই আকবর গা ঢাকা দেয়।

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়