RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১৩ রবিউস সানি ১৪৪২

কথিত ইমাম মেহেদীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৪০, ২১ অক্টোবর ২০২০
কথিত ইমাম মেহেদীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইমাম মেহেদী হিসেবে নিজেকে দাবি করা সৌদি প্রবাসী মুস্তাক মো. আরমান খানের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। 

বুধবার (২১ অক্টোবর) সকালে ডিএমপি থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএমপির মিডিয়া সেন্টারের প্রধান ওয়ালিদ হোসেন রাইজিংবিডিকে বলেন, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়।  বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

জানা গেছে, মোস্তাকের সহযোগী নিজেকে ইমাম মেহেদীর সহযোগী দাবি করে আসছেন।  এরই অংশ হিসেবে দীর্ঘদিন বাড্ডা এলাকায় অবস্থান করে নানা ধরনের বিভ্রান্তিমূলক প্রচার-প্রচারণায় লিপ্ত ছিল। একই সঙ্গে হিজরতের জন্য কর্মী সংগ্রহ এবং তাদের নানাভাবে প্রলোভন দেখিয়ে আসছিল। তারই অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।  রিমান্ডে নিয়ে তার কাছ থেকে আরও তথ্য আদায় করা হবে। তবে গ্রেপ্তারকৃতের নাম জানায়নি পুলিশ।

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়