ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:৫৪, ২২ অক্টোবর ২০২০
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরোয়ানা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুরের গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বরখাস্তকৃত) ইনামুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

দুই দফা সমন পাঠানোর পরও ইনামুল হাসান আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।

গত ৪ ফেব্রুয়ারি রাজধানীর সেন্ট্রাল ল কলেজের ছাত্র এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উপ-প্রচার সম্পাদক সৈয়দ রিয়াদ মিয়া আদালতে এ মামলা করেন। ওই দিন আদালত অভিযোগ আমলে নিয়ে ২৬ ফেব্রুয়ারি আসামি ইনামুল হাসানকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৮ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন গোপালপুর ইউনিয়নের পাড়া গ্রাম বাজার মোড়ে স্থানীয়রা দুস্থদের জন্য ঘর বরাদ্দ এবং বয়স্ক ও বিধবাভাতায় অনিয়মের বিষয়ে ইনামুল হাসানকে জবাবদিহি করতে বলেন। তখন তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। এ বিষয়ে একটি দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। 

জানা গেছে, ইনামুল হাসান দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি ইউপি চেয়ারম‌্যান পদ থেকে বরখাস্ত হয়েছেন।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়