ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অধ্যাপক জিয়া রহমানকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:৫২, ২৪ অক্টোবর ২০২০
অধ্যাপক জিয়া রহমানকে লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমানের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মুহম্মদ মাহবুব আলম নামে এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ শেখ ওমর শরীফ এই নোটিশ পাঠিয়েছেন।  শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়, সম্প্রতি ডিবিসি নিউজ চ্যানেলের উপসংহার নামে টকশোতে  জিয়াউর রহমান ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ও ২৯ ধারায় অপরাধ করেছেন। তাই নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে অধ্যাপক জিয়াউর রহমানকে মুসলিম শিশুদের দ্বীনি শিক্ষা বিষয়ে আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এই ধরনের বেআইনি কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার অঙ্গীকার জানানোর আহ্বান জানানো হয়েছে।

অন্যথায় তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও দণ্ডবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে নোটিশ পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে অধ্যাপক জিয়া রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ইয়ামিন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়