RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

রফিক-উল হকের ৩ জুনিয়র হয়েছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২৪ অক্টোবর ২০২০  
রফিক-উল হকের ৩ জুনিয়র হয়েছেন প্রধান বিচারপতি

ব্যারিস্টার রফিক-উল হক আইন পেশায় ৬০ বছর পার করে চির বিদায় নিলেন।  তার সংস্পর্শে এসে এবং জুনিয়র হিসেবে কাজ করে বিভিন্ন ব্যক্তি দেশের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। 

রফিক-উল হকের জুনিয়র আইনজীবী হিসেবে জুনিয়র হিসেবে কাজ করা তিনজন ব্যক্তি বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার গৌরব অর্জন করেছেন। তারা হলেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করে ব্যারিস্টার অনিক আর হক বলেন, ব্যারিস্টার রফিক-উল হকের জুনিয়র দেশের প্রধান বিচারপতি হয়েছেন।  এছাড়া অনেকে আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতি হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় রফিক-উল হক রাজধানীর আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মেহেদী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়