ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পূজামণ্ডপে অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ২৪ অক্টোবর ২০২০  
পূজামণ্ডপে অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব‌্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘পূজামণ্ডপকে ঘিরে অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।’

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব‌্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। মণ্ডপে যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাতে তারা সন্তুষ্ট।’

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় একটি চিহ্নিত গোষ্ঠী। তাদের বিরুদ্ধে সার্বক্ষণিক কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাস্থ‌্যবিধির বিষয়ে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘পূজামণ্ডপে সবাই সামাজিক দূরত্ব নিশ্চিত করে আসবেন, এটাই প্রত্যাশা। যারা বয়োজ্যেষ্ঠ, তাদের অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিত করা উচিত। কেননা, করোনাকালে তাদের ঝুঁকিই সবচেয়ে বেশি। করোনার কারণে এবার পূজার আয়োজন সীমিত করা হয়েছে।’

শনিবার ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশনসহ পুরান ঢাকার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়