Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১০ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

সাংবাদিক পারুলের মামলায় প্লাবনসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:০৪, ২৪ অক্টোবর ২০২০
সাংবাদিক পারুলের মামলায় প্লাবনসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

রেজাউল করিম প্লাবন (ফাইল ফটো)

নির্যাতন, যৌতুক দাবি ও ভ্রূণ হত্যাসহ বিভিন্ন অভিযোগে সাংবাদিক সাজিদা ইসলাম পারুলের দায়ের করা মামলায় রেজাউল করিম প্লাবনসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সংশ্লিষ্ট থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ গত ২১ অক্টোবর ঢাকা মুখ‌্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন—সাংবাদিক প্লাবনের বাবা সামছুল হক, মা রিজিয়া খাতুন, বড় ভাই এম এ আজিজ ও ছোট ভাই এস এম নিজাম উদ্দিন।

গত ১১ মে হাতিরঝিল থানায় প্লাবনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন পারুল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২ এপ্রিল যুগান্তরের স্টাফ রিপোর্টার প্লাবনের সঙ্গে বিয়ে হয়েছিল পারুলের। বিয়ের পর যৌতুক হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন। একাধিক নারীর সঙ্গে প্লাবনের অনৈতিক সম্পর্ক থাকার কথা জেনে ফেলেন পারুল। অনৈতিক সম্পর্কে বাধা ও যৌতুক না দেওয়ায় পারুলের ওপর নির্যাতন করা হয়। মারধরের কারণে পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়। ৫ মে প্লাবনের গ্রামের বাড়িতে গেলে সেখানেও মারধরের শিকার হন পারুল। প্লাবনের বড় ভাই এমএ আজিজ, ছোট ভাই নিজাম উদ্দিন এবং বাবা সামসুল হক পারুলকে মারধর করেন।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়