ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, হাজী সেলিমের ছেলে আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৫৬, ২৬ অক্টোবর ২০২০
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, হাজী সেলিমের ছেলে আটক

রাজধানীর কলাবাগানে নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে আটক করেছে র‍্যাব। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে চক বাজারের বাসা থেকে আটক করা হয়েছে বলে র‌্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে।

তবে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, লালবাগে হাজী সেলিমের বাসায় তল্লাশি চালাচ্ছে র‍্যাব। ইরফানকে এখনো আটক করা হয়নি।

এর আগে হাজী সেলিমের বাসা ঘিরে অভিযান চালায় র‍্যাব।

সোমবার সকালে তার নামে ধানমন্ডি থানায় থানায় মামলা করেন ভুক্তভোগী কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। সেই মামলায় এর আগে গাড়িচালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের এই মামলায় এমপির ছেলেসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, প্রোটকল অফিসার এবি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমান।


পড়ুন: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়