ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘আত্মসমর্পণ করলে প্রত‌্যেক জলদস্যু পাবেন ১ লাখ টাকা’ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ১২:৫৭, ১২ নভেম্বর ২০২০
‘আত্মসমর্পণ করলে প্রত‌্যেক জলদস্যু পাবেন ১ লাখ টাকা’ 

চট্টগ্রামের বাঁশখালী এলাকার ১১টি বাহিনীর ৩৪ জলদস্যু আজ আত্মসমর্পণ করবেন। তাদের প্রত‌্যেককে সরকারিভাবে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগাল অ‌্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দিয়ে তারা আত্মসমর্পণ করবে বলে জানান আশিক বিল্লাহ।

আত্মসমর্পণকারী ডাকাত বাহিনী সদস‌্যরা হলেন, বাইশ্যা ডাকাত বাহিনীর ৩ জন, খলিল বাহিনীর ২ জন, রমিজ বাহিনীর ১ জন, বাদশা বাহিনীর ৩ জন, জিয়া বাহিনীর ২ জন, কালাবদা বাহিনীর ৪ জন, ফুতুক বাহিনীর ৩ জন, বাদল বাহিনীর ১ জন, দিদার বাহিনীর ১ জন, কাদের বাহিনীর ১ জন, নাছির বাহিনীর ৩ জন ও অন্যান্য বাহিনীর আরও ১০ জন।

উল্লেখ‌্য, ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত র‌্যাব চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪৮ জন জলদস্যুকে আটক করে। উদ্ধার করে ৭৯৭টি আগ্নেয়াস্ত্র ও ৮৮৪২ রাউন্ড গোলাবারুদ। এছাড়া, ২০১৮ সালে ৪৩ জন জলদস্যু র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন।

ঢাকা/সাইফুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়