ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অর্থপাচার মামলায় রাশেদ চিশতীর জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ১২:৪৮, ১২ নভেম্বর ২০২০
অর্থপাচার মামলায় রাশেদ চিশতীর জামিন স্থগিত

অর্থপাচার মামলায় ফার্মারস ব্যাংকের রাশেদ চিশতীর জামিন স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আদালত তার জামিন প্রশ্নে নতুন করে রুল জারি করেছেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত করেছেন।

এর আগে নিম্ন আদালত রাশেদ চিশতীকে জামিন দিয়েছিলেন। পরে এই জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুর্নীতি দমন কমিশন।

ঢাকা/মেহেদী/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়