ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজধানীতে ৭ বাসে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১২ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:১১, ১২ নভেম্বর ২০২০
রাজধানীতে ৭ বাসে আগুন

রাজধানীতে এক ঘণ্টার ব‌্যবধানে পৃথক স্থানে সাতটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মতিঝিল, সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় দুটি বাসে আগুন লাগে। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ (ওসি ) রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার পর শাহবাগ এলাকায় দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন লাগে। একইভাবে প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসে আগুন লাগে। এর কিছু সময় পর গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন লাগে। এরপর শাহবাগে আরও একটি বাসে আগুন লাগে। এছাড়া বংশাল ও কাঁটাবন এলাকায় আরও ‍দুটি বাসে আগুন লাগে।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি ) আবু বক্কর সিদ্দিক ভিক্টর ক্লাসিকের বাস চালকের বরাত দিয়ে রাইজিংবিডিকে বলেন, হঠাৎ বাসের পেছনের সিটে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।  

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়