ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাসে আগুন: ৮ মামলায় গ্রেপ্তার ১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৩ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৪৭, ১৩ নভেম্বর ২০২০
বাসে আগুন: ৮ মামলায় গ্রেপ্তার ১৮

ফাইল ফটো

রাজধানীতে বাসে আগুনের ঘটনায় ৮টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ডিসি ওয়ালিদ হোসেন বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

ডিসি ওয়ালিদ হোসেন বলেন, শাহবাগ, মতিঝিল, পল্টনসহ বিভিন্ন থানায় মোট ৮টি মামলা করা হয়েছে।  মামলায় ১৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে। 

রাইজিংবিডির প্রশ্নে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঢাকা-১৮ আসনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হেরে যায়। এরই প্রতিবাদে রাজধানীতে নাশকতা তৈরির জন্য এ ধরনের কাজ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব, শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, নয়াপল্টন, বংশাল, বাড্ডাসহ রাজধানীর নয় স্থানে এক ঘণ্টার ব্যবধানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে ৩টি সরকারি।  পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে পার্ক করে রাখা একটি সরকারি বাসে প্রথম আগুন দেওয়া হয়।  বিকেল সাড়ে ৪টায় ভাটারা এলাকায় আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।  রাতে আরও একটি বাসে আগুন দেওয়া হয়।

মাকসুদ/সাইফ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়