ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ১৮ নভেম্বর ২০২০   আপডেট: ১১:৩১, ১৮ নভেম্বর ২০২০
বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী হাইকোর্টে

রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় আগাম জামিন নিতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী হাইকোর্টে উপস্থিত হয়েছেন। 

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তাদের জামিন বিষয়ে শুনানি হবে।  শুনানি করবেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

হাইকোর্টে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এস এম জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনসহ দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত আছেন।

এর আগে পৃথক ১৪টি আবেদনে বিএনপির নেতা-কর্মীরা জামিন চান বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে দশটির অধিক গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ১৬টি মামলা হয়। এসব মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাহাঙ্গীর হোসেন, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সম্পাদক ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মেহেদী/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়