ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের মৃত্যু প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৮ নভেম্বর ২০২০   আপডেট: ১২:২৪, ১৮ নভেম্বর ২০২০
সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের মৃত্যু প্রতিবেদন দাখিলের নির্দেশ

গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেনের মৃত্যু প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশকে এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিন মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া এ কে এম মোশাররফ হোসেনের মৃত্যুর বিষয়টি আদালতকে জানান। এরপর আদালত মৃত্যু প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী হান্নান ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টান দিকে মারা যান এ কে এম মোশাররফ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এ কে এম মোশাররফ হোসেন বাংলাদেশ সরকারের সচিব ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর ১৯৯৬ সালে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৬ সালে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে চারদলীয় জোট সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হয়েছিলেন।

এদিকে আগামী ২২ ডিসেম্বর গ্যাটকো মামলা চার্জশুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন। সাত আসামি মারা গেছেন।

ঢাকা/মামুন/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়