ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৮ কোটি টাকা মূল‌্যের জাল স্ট্যাম্প জব্দ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২১ নভেম্বর ২০২০  
১৮ কোটি টাকা মূল‌্যের জাল স্ট্যাম্প জব্দ 

রাজধানীতে ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাকটিকিট, কোর্ট ফি ও এসব তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার এসব তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর পল্টন ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে আশরাফুজ্জামান ওরফে আকাশ, মোরসালিন সরদার ওরফে সোহেল, রনী শেখ ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন বিভিন্ন টাকা মূল্যের জাল স্টাম্প, ডাকটিকিট জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। একই সঙ্গে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তাদের এসব নকল কাগজপত্র বাজারে আছে কি না তা তদন্ত করে বের করা হবে।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়