ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুড়িগঙ্গার তীরে ৩০ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২৩ নভেম্বর ২০২০  
বুড়িগঙ্গার তীরে ৩০ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ

রাজধানীতে বুড়িগঙ্গা নদীর তীরে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় ৩০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে বাবুবাজার ব্রিজ থেকে সোয়ারীঘাট সংলগ্ন এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়। নদীর তীরে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা এসকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানের কারণে বেড়িবাঁধ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়।

অভিযানের নেতৃত্বে থাকা কর্মকর্তারা জানান, বিভিন্ন বক্তি ও প্রতিষ্ঠান বুড়িগঙ্গার তীরে যেসব অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, সেসব ভেঙে ফেলা হয়েছে।

ভেঙে ফেলা বেশিরভাগ স্থাপনাই স্থানীয় সংসদ সদস‌্য হাজী সেলিমের নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে।

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়