ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চাকরির নামে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ২০:৩৬, ২৬ নভেম্বর ২০২০
চাকরির নামে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ৫

চাকরি দেওয়ার নামে ফেসবুকে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানিয়ে আরও বলা হয়, গত দুইদিন উত্তরা, তুরাগ, উত্তরা পশ্চিম থানা এলাকায় গোয়েন্দা পুলিশের পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদেক আলী, মোহাম্মদ ইয়াকুব, শাকিলা ইসলাম, ওবায়দুল্লাহ ও শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।  তাদের কাছ থেকে ত্রিশটি চেক বই, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের চাকরির নিয়োগপত্র, সিল প্যাড উদ্ধার করা হয়। 

ডিএমপি মিডিয়া সেন্টারের প্রধান ডিসি ওয়ালিদ হোসেন রাইজিংবিডিকে বলেন, তারা একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য।  ফেসবুক, মোবাইল কিংবা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে  সরকারি-বেসরকারি অফিসে লোক নিয়োগের নামে বিজ্ঞপ্তি দেয়। এরই অংশ হিসেবে তাদের অন্যতম টার্গেট থাকে গ্রামের সহজ-সরল শিক্ষিত বেকার যুবক। পরে তাদের চাকরি দেওয়ার নাম করে নগদ টাকাসহ জমির দলিল কিংবা মূল্যবান জিনিসপত্র প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়। 

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়