ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:০২, ২৬ নভেম্বর ২০২০
মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা

মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম‌্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শাহবাগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। 

এর আগে সকাল ১১টা থেকে করোনা সংক্রমণ রোধে সচেতনতা কার্যক্রম চালায় র‌্যাব। এছাড়া ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব।

এদিকে, মাস্ক না পরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের (বিএসএমএমইউ) নার্সের ড্রাইভার মনিরুল ইসলামকে ৩০০ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম‌্যমাণ আদালত।  

র‌্যাব জানায়, ‘সবাই মাস্ক ব্যবহার করুন, মাস্ক পরে করোনামুক্ত থাকুন', ‘নো মাস্ক নো সার্ভিস’, ‘ঘর থেকে বের হলে মাস্ক পরুন’, ‘সামাজিক দূরত্ব বজায় রাখুন’, এই প্রতিপাদ্যে এই অভিযান চলছে।

* মাস্ক ব্যবহার নিশ্চিত করতে র‌্যাবের অভিযান (ভিডিও)

সাইফুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়