৬ মানবপাচারকারীর বিরুদ্ধে রেড নোটিশ

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবপাচারের অভিযোগে ছয় ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ নভেম্বর) ইন্টারপোল এ নোটিশ জারি করে।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিসানুল হক জিসান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।
সিআইডি জানায়, মিন্টু মিয়া, স্বপন, শাহাদত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, তানজিরুল ইসলাম ও ইকবাল জাফর দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে আত্মগোপনে আছে। তারা বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে অনেক মানুষকে পাচার করেছে। ভুক্তভোগীরা সিআইডির কাছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন।
ঢাকা/মাকসুদ/রফিক