ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্লগার ওয়াশিকুর হত্যা: পুলিশ কর্মকর্তাকে পুনরায় জেরা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১ ডিসেম্বর ২০২০  
ব্লগার ওয়াশিকুর হত্যা: পুলিশ কর্মকর্তাকে পুনরায় জেরা

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পুলিশের এসআই হাবিবুর রহমানকে পুনরায় জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

মঙ্গলবার (১ ডিসেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলমের আদালতে তাকে জেরা করা হয়। জেরা শেষে আদালত আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী জেরার তারিখ ধার্য করেন।

আসামিরা হলেন, জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান এবং সাইফুল ইসলাম ওরফে মানসুর। মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরাম পলাতক রয়েছেন।

গত ৪ নভেম্বর একই আদালত পুনরায় চার্জগঠনের আদেশ দেন। 

এর আগে গত ২৭ অক্টোবর মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য ছিল। ওই দিন রায় থেকে মামলাটি উত্তোলন করে পুনরায় চার্জ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত আবেদনটি মঞ্জুর করে রায় থেকে উত্তোলন করে মামলাটি চার্জশুনানির জন্য ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে এলাকাবাসী। এ ঘটনায় ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর মামলা তদন্ত করে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়