ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

মেডিকেল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২২, ৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৮:১৪, ৬ ডিসেম্বর ২০২০
মিরপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

রাজধানীর পল্লবীথানাধীন মিরপুর-১২ আলোকদিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে মো. মহিন (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৫ডিসেম্বর) বিকাল ৪টায় এ ঘটনাটি ঘটে।

নিহতের স্ত্রী ও সহপাঠী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহপাঠী স্মরণ ইসলাম জানান, মহিন বিইউপি’র (একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়) গাড়িচালক ছিলেন। বিকেলে পারিবারিক বিষয় ও ঘোরাফেরা নিয়ে স্ত্রীর ঋতু আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী বাসার বাহিরে বের হয়ে গেলে ও ফোনের মাধ্যমে তাদের ঝগড়া হয়। নিহতের ছোট ভাই মাহীম ভাবি ঋতুকে বাসার বাহিরে থেকে আনতে যায়। পরে ফিরে এসে দেখে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে মহিন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মহিন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মোহাম্মদ সেলিমের ছেলে।

বর্তমানে, মিরপুর-১২ আলোকদিয়া এলাকায় ইলিয়াস মোল্লার নতুন বাড়ির পঞ্চম তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাইফুল/বুলবুল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়