ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টাকার বিনিময়ে এনআইডি সংশোধন, এক দালাল আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ২৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:০০, ২৩ ডিসেম্বর ২০২০
টাকার বিনিময়ে এনআইডি সংশোধন, এক দালাল আটক

জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে ১০ বছর বয়স কমানোর আশ্বাসে তদবির করায় এক দালালকে আটক করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। 

বুধবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের কমিউনিকেশন কনসালটেন্ট শফিক মোহাম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষন ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়। তারি বাড়ি পটুয়াখালীর দক্ষিণ বিঘাইরে। 

ভুক্তভোগী আবেদনকারী নূর জালাল শেখ বলেন, এই কাজের জন্য এক লাখ পাঁচ হাজার টাকা বাহাদুরকে দেন তিনি।  চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে এনআইডিতে বয়স সংক্রান্ত জটিলতা সংশোধনের জন্য আবেদনকারী নূর জালাল শেখের সহকর্মী খায়েরের পরামর্শে বাহাদুরের সঙ্গে পরিচয় হয় তার। 

জিজ্ঞাসাবাদে নূর জালাল শেখ জানান, দেড় লাখ টাকার বিনিময়ে এনআইডি কার্ড সংশোধন করিয়ে দেওয়ার আশ্বাস দেন বাহাদুর।  নানাভাবে তদবির করে ব্যর্থ হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক বরাবর আবেদন করতে এসে ধরা পড়েন বাহাদুর। 

শফিক মোহাম্মদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন বাহাদুর। পরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তাকে র‌্যাবের কাছে হস্তান্তর করে।

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়