ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু: মনোয়ারার ম্যানেজারের জামিন

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৩ ডিসেম্বর ২০২০  
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু: মনোয়ারার ম্যানেজারের জামিন

ভুল চিকিৎসায় সিরাজুল ইসলাম (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যুর মামলায়  রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের ম্যানেজার ইয়াদুর রহমান সুমন জামিন পেয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক মাহফুজুল হক। আসামির পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট খালেকুর রহমান। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।  উভয়পক্ষের শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে রাজধানীর মনোয়ারা হাসপাতালে ভুল চিকিৎসায় সিরাজুল ইসলাম মারা যাওয়ার ঘটনায় স্বজনরা হাসপাতালের সাত জনের নাম উল্লেখ করে  মামলা দায়ের করেন।

সিরাজুল ইসলামের শ্যালক জুলফিকার আলী জানান, কয়েকদিন আগে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান সিরাজুল ইসলাম। এরপর চিকিৎসকের কাছে গেলে হাঁটুতে অস্ত্রোপচার করার কথা বলেন। এরপর ২০ ডিসেম্বর রাত ৯টার দিকে তাকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।  রাত ৮টার দিকে জানানো হয় রোগীর হার্ট কাজ করছে না। কিছুক্ষণ পর আবার জানানো হয় রোগীকে আইসিইউতে রাখলে দুই-একদিন পর সবকিছু ঠিক হয়ে উঠবে। তবে ততক্ষণে রোগীর মৃত্যুর বিষয়টি স্বজনদের মাঝে জানাজানি হয়ে যায়। তারা ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুললে হাসপাতালের লোকজন পালিয়ে যায়।

সিরাজুল ইসলামের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। স্ত্রী নুরজাহান বেগম ও সন্তান নিয়ে সেগুনবাগিচা ৬/১ নম্বর বাসার ২/সি নম্বর ফ্ল্যাটে থাকতেন। ৪ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ৭ জনই দেশের বাইরে থাকেন। সিরাজুল ইসলাম বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। এছাড়া, বায়তুল মোকাররম মার্কেটে দ্য ইন্টারন্যাশনাল ওয়াচ কোম্পানি নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

ঢাকা/মামুন/এনই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়