ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩৮ জুয়াড়ি গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৫ ডিসেম্বর ২০২০  
৩৮ জুয়াড়ি গ্রেপ্তার

ঢাকার কদমতলী থানাধীন মুন্সিখোলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও কার্ড জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১০ থেকে এসব তথ‌্য জানানো হয়েছে। 

র‌্যাব জানায়, দুপুর পৌনে ১২টার দিকে মুন্সিখোলার চেয়ারম্যান লুৎফর রহমান রোড এলাকায় জুয়া খেলা চলছিল। সেখানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আব্দুল মোমিন, মো. মজিবুর রহামান শিকদার, মো. কালু ড্রাইভার, মো. রনি, মতিউর রহামান, মো. খলিল, মো. স্বপন মিয়া, হাজী নজরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম ,মো. নয়ন , মো. সুমন, মো. বুলু , মো. সুমন, মো. তৌয়ব খান, মো. ছিদ্দিক, মো. বিল্লাল মিয়া, মো. সোলায়মান, মো. আদু ও মো. মামুন। এ সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন, ৪৬৮ পিস জুয়া খেলার কার্ড, ৭টি কার্ডের প্যাকেট এবং নগদ ৫২ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের আরেকটি দল একই দিন পুরান ঢাকার রহমতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আরও ১৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৬ প্যাকেট জুয়া খেলার কার্ড, দুটি টাকা জমা রাখার বক্স ও নগদ ৮১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব দাবি করে, গ্রেপ্তার করা ব‌্যক্তি পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়