ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্কুলছাত্রী ধর্ষণ-হত্যা: ২৬ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:১৬, ৮ জানুয়ারি ২০২১
স্কুলছাত্রী ধর্ষণ-হত্যা: ২৬ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ

রাজধানীর কলাবাগানে ‘ও’লেভেল  শিক্ষার্থীকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলায় আগামী ২৬ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৮ জানুয়ারি) মামলার এজাহার গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আ.ফ.ম আসাদুজ্জামানকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার একমাত্র আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। (নারী ও শিশু) সাধারণ নিবন্ধন কর্মকর্তা স্বপন কুমার এতথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় আনোয়ার খান মডার্ন হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর এক সহপাঠীকে একমাত্র আসামি করে মেয়েটির বাবা ধর্ষণ ও হত্যার মামলা করেন।
 
 

ঢাকা/মামুন/এসএন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়