ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুই মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৪৫, ১১ জানুয়ারি ২০২১
সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুই মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুই মামলা করা হয়েছে। 

সোমবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি দায়ের করা হয়। এক মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।

আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর মানিকনগরে ওয়াটার স্লুইস গেট ও ওয়াটার পাম্প হাউজ পরিদর্শনের সময় সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছিলেন শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছিলেন, ‘সাবেক মেয়রের (সাঈদ খোকনের) বক্তব্য মানহানিকর। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সিটি করপোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে। বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন।’

মামুন/ইভা/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়