ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকা জেলা পিপি আব্দুল মান্নানের জানাজা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:৪৭, ১৪ জানুয়ারি ২০২১
ঢাকা জেলা পিপি আব্দুল মান্নানের জানাজা

ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিচারক, ডিএসসিসির মেয়র, আইনজীবী, সাধারণ লোকজন অংশ নেন।

এদিকে, তার মৃত্যুতে ঢাকার নিম্ন আদালতের কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। ঢাকা মহানগর দায়রা আদালত, ঢাকার জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের বিচার কার্যক্রম মুলতবি থাকছে।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, বেলা ১১টায় পিপি খন্দকার আব্দুল মান্নানের জানাজা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মরহুমের সম্মানে আদালতের কার্যক্রম দুপুর ১২টা পর্যন্ত স্থগিত রেখেছেন মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

এর আগে বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

ঢাকা/মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়