ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোনা ছিনতাই: মাদক নিয়ন্ত্রণের গাড়িচালকের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:২৭, ২০ জানুয়ারি ২০২১
সোনা ছিনতাই: মাদক নিয়ন্ত্রণের গাড়িচালকের স্বীকারোক্তি

রাজধানীর কোতয়ালী থেকে এক ব্যবসায়ীর ৯০ ভরি সোনা ছিনিয়ে নেয়ার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়িচালক ইব্রাহিম শিকদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

একই মামলায় অপর দুই আসামি আলমগীর হোসেন ও এমদাদুল হকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ জানুয়ারি) তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। ইব্রাহিম শিকদার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং অপর দুই আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।  আসামি ইব্রাহিম শিকদারের জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে এ মামলায় মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এসএম সাকিব হোসেন, সিপাহী আমিনুল ইসলাম ও সোর্স হারুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ১৮ জানুয়ারি জীবন পাল ও রতন কুমার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

৯০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ার অভিযোগে ১২ জানুয়ারি পুরান ঢাকার জিন্দাবাহার লেনের এক ব্যবসায়ী কোতওয়ালী থানায় মামলা দায়ের করেন।
 

ঢাকা/মামুন/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়