ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পিকে হালদারের ২ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৩৩, ২১ জানুয়ারি ২০২১
পিকে হালদারের ২ সহযোগী গ্রেপ্তার

পি কে হালদারের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জিজ্ঞাসাবাদ শেষে সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেপ্তার করেছেন কমিশনের সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে সকাল ১০টায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। দুদক সূত্র বিষয়িটি নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, পিকে হালদারের সহযোগী হিসেবে পরিচিত ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত। এ তালিকায় সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাও রয়েছেন। এ দুজনসহ ৬২ জনের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করে দুদক।

পিকে হালদার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে তিনি লিজিং কোম্পানি থেকে ৩ হাজার ৫০০ কোটি টাকা সরিয়েছেন। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাতিয়েছেন প্রায় দশ হাজার কোটি টাকা। এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে।

গত বছর ৮ জানুয়ারী ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার তদন্তে নেমে দুদক আটককৃত দুব্যক্তির সংশ্লিষ্টতা পায়।

শিশির/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়