ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিরপুরে ২য় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ  

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২২ জানুয়ারি ২০২১  
মিরপুরে ২য় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ  

রাজধানীর মিরপুরের ১১ সেকশনের ৪নং সড়কে শুক্রবার (২২ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সকালে উচ্ছেদ অভিযান শুরু হয় বলে জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন। তিনি জানান, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সংঘর্ষের পর আজ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনও উচ্ছেদ অভিযান চলছে। আগামীকাল শনিবারও (২৩ জানুয়ারি) অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ২) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ উচ্ছেদ পরিচালনা করছেন।

বৃহস্পতিবারের (২১ জানুয়ারি) অভিযানে ৪নং সড়কের দুইপাশে প্রায় চার শতাধিক স্থায়ী, অস্থায়ী ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এছাড়াও স্থানীয় বিহারীদের সঙ্গে সেখানকার রাজনৈতিক নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। আজ নির্বিঘ্নে অভিযান চলছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানস্থলে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন। 

ঢাকা/এসআই/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়