ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীতে ২৬ জুয়াড়ি গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২২ জানুয়ারি ২০২১  
রাজধানীতে ২৬ জুয়াড়ি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার নবনগ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. জামাল (৩২), গোকুল সরকার (৫৫), মো. ওমর ফারুক (২৫), মো. জিকু, মো. আনোয়ার মোল্লা (৫১), মো. হাকিম ও মো. মতিউর রহমান। তাদের কাছ থেকে ১৫৬ পিস জুয়া খেলার কার্ড (তাস), ৯টি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৭৯০ টাকা জব্দ করা হয়।

ওই দিন রাত সাড়ে ৮টায় উত্তর যাত্রাবাড়ীতে অভিযান চালায় র‌্যাব। সেখানে জুয়া খেলা অবস্থায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. রফিকুল ইসলাম (৬২), গোলাম মোস্তফা (৬৭), কাজী আব্দুল মালেক (৭২) ও শহিদুর রহমান।

রাত ১০টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অপর অভিযানে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. কামাল (৩৯), মো. জাকির সিকদার (২৬), মো. আল আমীন (২৫) ও মো. সুমন হাওলাদার (২৫)। এছাড়া, রাত সাড়ে ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে অভিযান চালিয়ে আরও ১১ জুয়াড়ি গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

এসব ঘটনায় পৃথক পৃথক থানায় মামলা করা হয়েছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়