ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মীর দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২২ জানুয়ারি ২০২১  
বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মীর দোষ স্বীকার

রাজধানীর এক বাসায় বৃদ্ধার ওপর নির্যাতন ও চুরির মামলায় গ্রেপ্তার গৃহকর্মী রেখা আক্তার আদালতে দোষ স্বীকার করেছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) ঢাকার ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালতে তিনি দোষ স্বীকার করেন।

রেখা আক্তার ও তার স্বামী এরশাদকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শাহজাহানপুর থানার এসআই রেজাউল করিম। বাদীপক্ষের আইনজীবীরা আসামিদের ১০ দিনের রিমান্ড চান। আদালত আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এ সময় বিচারক রেখাকে বলেন, ‘আপনার কিছু বলার আছে?’ রেখা বলেন, ‘ওই বাসা থেকে যেসব জিনিসপত্র নিয়েছি, সব জিনিস ফেরত দিয়েছি। আমার কাছে আর কিছু নাই। আমি ভুল করেছি। তখন আমার মাথা ঠিক ছিল না। আমাকে মাফ করে দিন।’

রাজধানীর মালিবাগের ওই বাসায় বৃদ্ধাকে দেখাশোনার দায়িত্বে ছিল রেখা। বাসা ফাঁকা পেয়ে বৃদ্ধাকে লাঠিপেটা করে সে। এরপর আলমারি থেকে সোনার অলঙ্কার ও টাকা লুট করে পালিয়ে যায় রেখা। পুরো ঘটনাটি বাসায় থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়।

এ ঘটনায় ভিকটিমের মেয়ে মেহবুবা জাহান শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে রেখা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা/মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়