ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজধানীতে তক্ষক উদ্ধার, ৭ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৩ জানুয়ারি ২০২১  
রাজধানীতে তক্ষক উদ্ধার, ৭ জনের জরিমানা

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্ততর।  এ সময় তক্ষক পাচারচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষক পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় র‍্যাব-৪। এ সময় একটি জীবিত তক্ষক উদ্ধার এবং পাচারকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল মামুন, মো. সজিব, মো. সাইফুল ইসলাম, মো. ইউসুফ, মো. শাহাবুদ্দিন, মো. আনিসুর রহমান ও মো. জাকির হোসেন।

পরে তাদের তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে তক্ষকসহ অন্যান্য বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ করেন এবং পাচারের উদ্দেশ্যে চড়া দামে বিক্রি করেন। 

পরে উদ্ধার করা তক্ষকটি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকতাদের উপস্থিতিতে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর-১ এ অবমুক্ত করা হয়।

 

ঢাকা/সাইফুল/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়