ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চার জঙ্গি তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ২৪ জানুয়ারি ২০২১  
চার জঙ্গি তিন দিনের রিমান্ডে

রাজধানীতে গ্রেপ্তার করা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন—মো. হাসিবুর রহমান ওরফে সোহেল (২৭), মো. মোশারফ হোসেন ওরফে আতিক (১৯), রামিম হোসেন ওরফে পনির হোসেন ওরফে নাহিদুর রহমান (২২), মো. সজিব মিয়া ওরফে খিজির (২০)।

চঞ্চল হোসেন ওরফে আব্দুল্লাহ নামের এক অপ্রাপ্তবয়স্ক আসামিকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে। আগামী ২৬ জানুয়ারি তার রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ২৩ জানুয়ারি রাজধানীর রূপনগর এলাকা থেকে ওই জঙ্গিদের গ্রেপ্তার করে র‌্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে ১২টি উগ্রবাদী বই, ২৩টি লিফলেট ও ছয়টি মোবইল ফোন জব্দ করা হয়।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়