ডেমরায় স্ত্রীকে হত্যার অভিযোগ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

পারিবারিক কলহের জের ধরে রাজধানীর ডেমরা এলাকায় রাশিয়া আক্তার (৩২) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক।
রোববার (২৪ জানুয়ারি) রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডেমরা থানার টেংরা এলাকার একটি অ্যাপার্টমেন্টের ৫ তলায় রাশিয়া তার স্বামীর সাথে ভাড়া থাকতেন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। রোববারও ঝগড়ার ও মারধরের শব্দ পায় প্রতিবেশিরা। রাশিয়া আক্তার স্থানীয় একটি তার তৈরির কারখানায় কাজ করতেন।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন রাইজিংবিডিকে বলেন, রোববার সন্ধ্যার পর যেকোনো সময় ওই নারীকে হত্যা করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার পরই রাশিয়ার স্বামী পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা/মাকসুদ/এসএন