ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রিমান্ড শেষে কারাগারে অবন্তিকা বড়াল

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:০১, ২৭ জানুয়ারি ২০২১
রিমান্ড শেষে কারাগারে অবন্তিকা বড়াল

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে আনা হয়। দুদক উপপরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল অবান্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদ করে। এসময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এরপর তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠান। 

এর আগে, দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল গত ১৩ জানুয়ারি ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে অবান্তিকা বড়ালকে গ্রেপ্তার করে। এরপর আদালতের কাছে রিমান্ড আবেদন করলে আদালত অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পি কে হালদারের সঙ্গে যোগসাজশে অসৎ উদ্দেশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে অবান্তিকা বড়ালের বিরুদ্ধে। 

ঢাকা/শিশির/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়