ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬২ কেজি সোনা উদ্ধারের মামলায় তিন বিমান কর্মকতার কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৮ জানুয়ারি ২০২১  
৬২ কেজি সোনা উদ্ধারের মামলায় তিন বিমান কর্মকতার কারাদণ্ড 

৬২ কেজি সোনা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বাংলাদেশ বিমানের তিন কর্মকর্তাকে ১৪ বছর করে সশ্রম কারাণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ বিমানের এয়ারক্র্যাফট মেকানিক আনোয়ারুল হাসান, আবু সালেহ ও আক্তারুজ্জামান।  কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিভিন্ন স্থানে লুকানো  সোনার বার ও চেইন পাওয়া যায়। যার ওজন ৬২ কেজি ৭৭৪ গ্রাম।  এ ঘটনায় ১৫ মার্চ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মতিন তালুকদার বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।  
 

ঢাকা/মামুন/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়