ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অর্থপাচার: গার্মেন্টস মালিকদের তথ্য চায় দুদক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ০২:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২১
অর্থপাচার: গার্মেন্টস মালিকদের তথ্য চায় দুদক

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থপাচারে সন্দেহভাজন তৈরি পোশাক কারখানা মালিকদের তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং কয়েকটি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আমদানি রপ্তানির আড়ালে প্রতি বছল দেশ থেকে প্রায় ৬৫ হাজার কোটি টাকা মানিলন্ডারিং বা পাচার হচ্ছে। দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ বিষয়টি আমলে নিয়ে তৈরি পোশাক খাতের কারখানা মালিকদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মানিলন্ডারিং তদন্তে সহায়তা চেয়ে এনবিআর এবং ব্যাংকের কাছে সন্দেহভাজন ব্যক্তির তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) এবং ব্যাংকিং খাতের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পৃথক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

দুদকের উপ-পরিচালক বিল্লার নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল ওই অভিযোগের দায়িত্বে রয়েছেন। তদন্ত দলের অন্য সদস্য হলেন- সহকারী পরিচালক আতাউল কবির ও বজলুর রশিদ।
 

শিশির/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়