ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্ত্রী হত্যা: ১৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১ ফেব্রুয়ারি ২০২১  
স্ত্রী হত্যা: ১৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

রাজধানীর শাহ আলী থানা এলাকায় স্ত্রী ফেরদৌস আরা লিপিকে হত্যার ঘটনায় স্বামী এসাদুল হক মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।

হত্যা মামলার ১৫ বছর পর সোমবার (১ ফেব্রুয়ারি) এ রায়  ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছাম্মাৎ রোকসানা বেগম হেপী। 

রায় ঘোষণার আগে এসাদুল হক মামুন আদালতে হাজির করা হয়।  রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০০৪ সালের ১৬ নভেম্বর ফেরদৌস আরা লিপি এবং এসাদুল হক বিবাহবন্ধনে আবদ্ধ হন।  তারা শাহআলী এলাকায় বাস করতেন। ২০০৬ সালের ২৩ জানুয়ারি এসাদুল লিপির ভাই জমিরুল আবেদীন সুমনকে জানান, কে বা কারা তার বোনকে হত্যা করেছে। লিপির পরিবার সন্দেহ করে, এসাদুলই তাকে হত্যা করেছে।

এ ঘটনায় জমিরুল আবেদীন সুমন ওই বছর ২৪ জানুয়ারি শাহ আলী থানায় মামলা করেন।  সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সিআইডির এএসপি আকবাল আজাদ ২০১২ সালের ১৬ জানুয়ার আদালতে চার্জশিট দাখিল করেন।  পরের বছর ২৩ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ২০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এ কে এম সফিকুর রহমান (স্বপন)।  আসামির পক্ষের আইনজীবী ছিলেন আজিমুদ্দিন শিমুল।

মামুন/সাওন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়